কলকাতা, ২ ফেব্রুয়ারি : কার্যত শীতের অকাল বিদায়। ফেব্রুয়ারির মাঝামাঝিতেই বাংলা থেকে শীতের বিদায় বলে মনে করছেন আবহবিদরা। মাঝে এক বা দু'দিন শীত ফিরতে পারে। রবিবার সকালে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি কুয়াশা, বেলায় আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্কই থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজ্যে আগামী কয়েকদিন স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও দিনভর লক্ষ্য করা যাবে ৷ তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। দৃশ্যমানতাও তলানিতে থাকবে। তবে আগামী কয়েকদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের উপরে উঠবে পারদ।