Life Style News

2 hours ago

Worship of Bagdevi: বসন্ত পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা, পুরোহিতের অনুপস্থিতিতে নিজেই আরাধনা করুন মা সরস্বতীর!

Goddess Saraswati (Symbolic picture)
Goddess Saraswati (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আয়োজিত হয় সরস্বতী পুজো। শাস্ত্র অনুসারে,এই দিনেই প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, স্মৃতিশক্তি, চিন্তা করার ক্ষমতা ও বাচন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমরা ভক্তিভরে বাগদেবীর আরাধনা করে থাকি। 

বসন্ত পঞ্চমী তিথি উপলক্ষে  মা সরস্বতীর আগমনে সাজো সাজো রব শিক্ষা প্রতিষ্ঠানে। উৎসবমুখর পড়ুয়ারা। অনেক গৃহস্থেও আয়োজিত হয় সরস্বতী পূজো। আর এই সব দিনে পুরোহিতের চাহিদা থাকে অধিক। তাই সবসময় পুরোহিত দিয়ে বাণী বন্দনা সম্ভব হয়না। তবে পুরোহিতদের ব্যাস্ততা উপেক্ষা করে নিজেই নিজের মতন করে আরাধনা করুন মা সরস্বতীর। জেনে নিন কীভাবে ভক্তিভরে আরাধনা করবেন বাগদেবীর.....

* সরস্বতী পুজোর শুভ সময়: এবছর তিথি অনুসারে রবি ও সোম, দু’দিন ধরেই পালিত হবে সরস্বতী পুজো। 

১) বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, পঞ্চমী পড়বে ২ ফেব্রুয়ারি সকাল ৯ টা ১৬ মিনিটে। অমৃতযোগ থাকবে সকাল ৭টা ৪ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত। মাহেন্দ্রযোগ থাকবে বেলা ১২টা ৬ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি সকাল ৬ টা ৫৩ মিনিটে পঞ্চমী ছেড়ে যাবে।

২) গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, পঞ্চমী পড়বে ২ ফেব্রুয়ারি বেলা ১২টা ১২ মিনিটে। অমৃতযোগ থাকবে সকাল ৭টা ৪ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত। মাহেন্দ্রযোগ থাকবে বেলা ১২টা ৫৬ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৭ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে।

* সরস্বতী পুজোর পদ্ধতি: 

বসন্ত পঞ্চমীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন। সকালে ঘুম থেকে উঠে মাথা নীচু করে মাটি স্পর্শ করে প্রণাম করুন। এরপর স্নান সেরে হলুদ পোশাক পরুন। এদিন হলুদ পোশাক পরা শুভ বলে মনে করা হয়। মা সরস্বতীর মূর্তি গঙ্গাজলে পরিষ্কার করে তাঁকে হলুদ বা সাদা বস্ত্র পরান। চন্দন, হলুদ, ফল, ফুল, রোলি, কেশর এবং চাল নিবেদন করুন। দেবীকে পুজোর ভোগ হিসেবে খিচুড়ি, দই ও হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। দেবীর পায়ের কাছে বই, খাতা ও পেন রাখুন। যাঁরা গান বাজনার সঙ্গে যুক্ত, তাঁরা বাদ্যযন্ত্র রাখতে পারেন। এরপর ১০৮ বার 'ওম ইন ইন মহাসরস্বতীয় নমহঃ' মন্ত্র জপ করুন। এরপর দেবীকে ভক্তিভরে প্রণাম করুন ও তাঁর কৃপা প্রার্থনা করুন।

* সরস্বতী পুজোর টোটকা:

১) পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হওয়ার সুযোগ পেতে সরস্বতী পুজোর দিন দেবীকে ৩৫টি লবঙ্গ নিবেদন করুন ও ৩৫ বার 'ওম ত্রাম ওম' মন্ত্র জপ করুন। হয়ে গেলে লবঙ্গগুলো দক্ষিণ দিকের মাটিতে পুঁতে দিন।

২) সন্তান পড়াশোনায় ভালো ফল না করলে দেবীকে সাদা চন্দন এবং হলুদ ও সাদা ফুল নিবেদন করুন। এরপর ধূপকাঠি জ্বালিয়ে ১১ বার 'ওম হ্রুম হ্রুম সরস্বতীই নমহঃ' মন্ত্র জপ করুন।

You might also like!