নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে দিল্লির কর্তব্য পথ। রবিবার, ৭৬-তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজ প্রত্যক্ষ করবে সমগ্র দেশ। এবারের প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রিত ১০-হাজার বিশেষ অতিথি।
বিশেষ আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন দুর্ঘটনা প্রতিরোধ ও দুর্যোগ সহায়তা - আপদা মিত্র স্বেচ্ছাসেবক, আশা কর্মী, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সুবিধাভোগী ও অন্যান্যরা। এই সমস্ত কর্মী এবং স্বেচ্ছাসেবীরা দুর্যোগ থেকে শুরু করে জনস্বাস্থ্যের বিষয়ে সমাজকে সাহায্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।