Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Entertainment

5 months ago

Mamta Kulkarni: অভিনেত্রী থেকে সন্ন্যাসীনি? মহাকুম্ভে 'মহামন্ডলেশ্বর' রীতিতে সন্ন্যাস নিলেন মমতা কুলকার্নি!

Mamta Kulkarni
Mamta Kulkarni

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো লাস্যময়ী অভিনেত্রী মমতা কুলকার্নি অবশেষে সন্নাসের পথে হাঁটলেন। প্রয়াগরাজ থেকে তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় তুলেছে। এতদিন অভিনেত্রী দেশছাড়া ছিলেন। বেশ কিছুদিন আগেই ফেরেন মুম্বাইতে। ২০১৫ সালে মাদক পাচারের মামলায় জড়িয়ে পড়েছিলেন মমতা কুলকার্নি। প্রেমিক ভিকি গোস্বামীর সঙ্গে ২০০০ কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছিল তাঁর। আর তিনিই এবার মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস ধর্ম নিয়ে তাক লাগিয়ে দিলেন সকলকে।

২৯ শে জানুয়ারি রয়েছে মৌনী অমাবস্যা উপলক্ষে শাহি স্নান। অভিনেত্রী সেই উপলক্ষে আপাতত প্রয়াগরাজে। ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা গেল, প্রয়াগরাজে আচার অনুষ্ঠান শেষ করার পরে, তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শনের জন্য বারাণসী যাবেন। এর পরে, তিনি অযোধ্যা ভ্রমণের পরিকল্পনা করেছেন। এই ১০ দিনের আধ্যাত্মিক যাত্রায়, মমতা তাঁর প্রয়াত পিতামাতাকে সম্মান জানাতে একটি তর্পণও করবেন। 

জানা যাচ্ছে, প্রাক্তন বলিউড অভিনেত্রী শুক্রবার সকালে মহাকুম্ভে কিন্নর আখড়ায় পৌঁছেছিলেন। যেখানে তিনি কিন্নর আখড়ায় আচার্য মহামণ্ডলেশ্বর ডাঃ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন এবং আশীর্বাদ নেন। প্রায় এক ঘন্টা আলাপ আলোচনাও করেন। তারপর কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে সন্ন্যাস গ্ৰহণ করেন তিনি। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে নিজের পিণ্ডদান করেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। এই রীতির মাধ্যমে তাঁর নতুন নামকরণ হয়েছে। তিনি বর্তমানে মমতা থেকে শ্রী ইয়ামাই মমতা নন্দগিরি হয়েছেন।  বিভিন্ন ভিডিওতে অভিনেত্রীকে গেরুয়া বসন এবং গলায় রুদ্রাক্ষের মালা,কপালে গেরুয়া তিলক  সহযোগেই দেখা গেছে। অভিনেত্রীর নতুন এই রূপ দেখে অবাক সমগ্ৰ অনুরাগী মহল। 

নব্বইয়ের দশকে একাধিক সাহসী চরিত্রে দেখা গিয়েছিল মমতাকে। ‘কর্ণ অর্জুন’, ‘চায়না গেট’, ‘তিরঙ্গা’, ‘আশিক আওয়ারা’, ‘ক্রান্তিবীর’, ‘বাজ়ি’, ‘সবসে বড়া খিলাড়ি’, ‘পুলিশওয়ালা গুন্ডা’র মতো ছবিতে অভিনয় করার জন্য আজও তাঁকে মনে রেখেছে দর্শক। অনেকদিন ভারতের বাইরে ছিলেন তিনি। কেনিয়ায় মাদকযোগে তাঁর নাম জড়িয়েছিল। অবশেষে ছাড়পত্র পেয়ে ২৫ বছর পরে দেশে ফিরে তিনি আধ্যাত্মিক পথ অনুসরণ করেন। এবার সমস্ত মোহমায়া কাটিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা কুলকার্নি।

You might also like!