Country

14 hours ago

Weather Forcast in Delhi : ঘন কুয়াশা পুরীতে; শীতে কাঁপছে দিল্লি, শৈত্যপ্রবাহ হিমাচলে

Weather Forcast in Delhi..
Weather Forcast in Delhi..

 

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : ঘন কুয়াশায় দৃশ্যমানতা অনেকটাই কমে গেল ওড়িশার পুরীতে। সোমবার সকালে পুরীতে দৃশ্যমানতা নেমে যায় প্রায় শূন্যের কাছাকাছি। সামান্য দূর থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না প্রভু জগন্নাথ মন্দির। তবে, বেলা বাড়তেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। এদিন সকালে কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল রাজধানী দিল্লিও, একইসঙ্গে শীতের দাপট।

কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশও। উত্তর প্রদেশের মোরাদাবাদ এদিন সকালে ছিল ঘন কুয়াশার চাদরে ঢাকা। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। হিমাচল প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায় আগামী ২৪ ঘণ্টাও শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ২৪ ঘণ্টা উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

You might also like!