Breaking News
 
Red Fort Explosion: লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! আগুনে পুড়ল একাধিক গাড়ি, মৃত্যু অন্তত আটজন—তদন্তে নামল এনআইএ ও এনএসজি Suvendu attack mamata banerjee : মমতা ও তাঁর সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে : শুভেন্দু অধিকারী Prime Minister Narendra Modi : আরও ৪টি বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু, বারাণসী থেকে সূচনা প্রধানমন্ত্রীর Michael Jackson Biopic: জাফর ইন দ্য হাউস! মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজ়ার প্রকাশ্যে, মামার চরিত্রে নজর কাড়লেন ভাইপো Shah Rukh Khan Aryan Khan:'বাদশা ঘনিষ্ঠ' ফাঁস করলেন বড় খবর: এবার আরিয়ানের নির্দেশনায় দেখা যাবে শাহরুখ খানকে? Rashmika Mandanna Vijay Deverakonda:বাগদানের আংটির দামই ২ লাখ! এবার উদয়পুরে কবে চার হাত এক হবে রশ্মিকা ও বিজয়ের?

 

West Bengal

9 months ago

Mamata Banerjee: আইসিডিএস-এর মেয়েদের মুঠোফোন দেওয়া নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

মালদা, ২১ জানুয়ারি : সোমবারের মত মঙ্গলবারও রাজ্যের আইসিডিএস-এর মেয়েদের মুঠোফোন দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাক্রেডিটেড সোস্যাল হেল্থ অ্যাকটিভিস্ট অর্থাৎ ‘আশা’-র এবং ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইসিডিএস)-এর মেয়েরা, এলাকায় ঘরে ঘরে কাজ করেন৷ মুখ্যমন্ত্রী মঙ্গলবার সভায় বলেন, আগে ‘আশা’-র জন্য আমরা করছিলাম, মুঠোফোনের নির্দেশ দেওয়া হয়েছে। আইসিডিএস-এর জন্যও করা হবে৷ টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে আপনারা হাতে একটা করে ফোন পাবেন৷ এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে প্রশাসনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন৷ মা-বোনদের সম্মান রক্ষা করবেন৷ বোনদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনওরকম অসংগতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন৷ সোমবার মুর্শিদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'স্মার্ট ফোন থাকলে, সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে, নিজেদের তৈরি করতে পারে। আশা কর্মীদের ফোন দেওয়া হয়েছে। আইসিডিএস-কে যদি না দেওয়া হয়ে থাকে, তাঁদেরও করে দেওয়া উচিত। যাঁরা পাননি, আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন'।


You might also like!