কলকাতা, ২৪ জানুয়ারি : একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শীত একেবারেই উধাও। শীত তো নেই, উল্টে তাপমাত্রাও বাড়ছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি বেশি। এদিন সকালেও বেশ কিছু জেলায় ঘন কুয়াশা ছিল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ঘন কুয়াশার দাপট চলবে রাজ্য জুড়ে। আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। তবে দক্ষিণবঙ্গে কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণের সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া।