Entertainment

6 hours ago

Monali Thakur: "মিথ্যে কথা!" মোনালি ঠাকুরের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শোরগোল অনুরাগী মহলে!

Monali Thakur (Symbolic picture)
Monali Thakur (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিনহাটা উৎসবে পারফর্ম করতে এসে অসুস্থ হয়ে পড়েন মোনালি ঠাকুর। এদিন অর্থাৎ মঙ্গলবার,২১শে জানুয়ারি কনসার্ট চলাকালীন হঠাৎই  শ্বাসকষ্ট বোধ করতে শুরু করেন তিনি। শারীরিক অবস্থা জটিল হলেই মঞ্চ ছাড়েন তিনি। পরবর্তীতে দ্রুত তাঁকে কোচবিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গায়িকার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তৎক্ষণাৎ এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ঘটনার দিন দুয়েক যেতে না যেতেই মোনালির কণ্ঠে অন্য সুর।তাঁর দাবি, তাঁকে নিয়ে সব ভুয়ো খবর রটানো হয়েছে। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে স্পষ্ট জানিয়ে  দিয়েছেন, তিনি নাকি হাসপাতালে ভর্তিই ছিলেন না। 

 কয়েকদিন যাবৎ ভাইরাল জ্বরে ভুগছিলেন গায়িকা। সময়ের অভাবে সেটির সঠিক চিকিৎসা হয়নি। সেই দিনই ফ্লাইটে করে কোচবিহার যাওয়ার কারণে হঠাত্‍ই মাইগ্রেন ও সাইনাসের ব্যথা শুরু হয়।  তাই শো পুরোটা শেষ করতে পারেননি। সঙ্গে সঙ্গেই ছোটেন চিকিত্‍সকের কাছে। সেদিনই মুম্বই ফিরে গিয়েছেন গায়িকা। চিকিত্‍সা চলছে। কয়েকটা দিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

গায়িকা তাঁর ইনস্টাগ্রামে পোস্টে লেখেন,  “আপনারা হয়তো ভাল আছেন। আসলে আমার শরীরের ব্যাপারে যাচাই না করে কিছু তথ্য ছড়ানো হচ্ছে। সবাইকে জানাতে চাই, আমি শ্বাসজনিত কোনও সমস্যায় ভুগছি না। কোনও হাসপাতালে আমাকে ভর্তিও হতে হয়নি। এটা মিথ্যে কথা!”  তিনি এই প্রসঙ্গে আরও বলেন যে,  “বিষয়টাকে এত বড় তৈরি করার কোনও দরকার নেই। জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। সবাই ভাল থাকুন।”

You might also like!