Country

1 week ago

weather Update In delhi : চন্ডীগড়ে ৯; দিল্লিতে ১১ ডিগ্রি, শীতে কাঁপছে জাতীয় রাজধানী

9 in Chandigarh; 11 degrees in Delhi, the national capital is shivering in winter
9 in Chandigarh; 11 degrees in Delhi, the national capital is shivering in winter

 

নয়াদিল্লি, ২০ জানুয়ারি : রাজধানী দিল্লিতে শীতের দাপট অব্যাহত, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে পঞ্জাব ও হরিয়ানাতেও। পিছিয়ে নেই উত্তর প্রদেশও। সোমবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা। দিল্লির বিভিন্ন এলাকা সোমবার সকালে কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল।

আবার চন্ডীগড়ে তাপমাত্রা পারদ নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে, সেখানেও সোমবার সকালে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। শীতের দাপট অব্যাহত রয়েছে পঞ্জাবেও। আর সোমবার সকালেও কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত। হালকা কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় দূর থেকে অস্পষ্ট দেখা যায় আগ্রার তাজমহলকে।

You might also like!