Breaking News
 
Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা Akhliesh Yadav:উত্তরপ্রদেশে ভোটার লিস্ট নিয়ে মহা-সংঘাত! অখিলেশের কড়া বার্তা— ‘ষড়যন্ত্র করে নাম বাদ দিলে বড় আইনি লড়াই’ Suvendu Adhikari:শুভেন্দু বনাম মমতা: আইনি লড়াই এবার তুঙ্গে! মানহানির নোটিসে ‘চুপ’ নবান্ন, কড়া পদক্ষেপের পথে নন্দীগ্রামের বিধায়ক

 

Cooking

23 hours ago

10-Minute Recipe: হাঁড়ি নয়, এবার প্রেশার কুকারেই বিরিয়ানি! মাত্র ১০ মিনিটে বানান রেস্তোরাঁ স্বাদের সুস্বাদু বিরিয়ানি

Pressure Cooker Chicken Biryani
Pressure Cooker Chicken Biryani

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি—সব বয়সের মানুষেরই প্রিয় খাবারের তালিকায় বিরিয়ানি বর্তমান।  ভাত, ডিম, আলু আর মশলার লোভনীয় মিশেলে মন ভরলেও, বাড়িতে বিরিয়ানি বানাতে গেলেই অনেকের কপালে পড়ে চিন্তার ভাঁজ। কারণ হাঁড়িতে বিরিয়ানি মানেই সময়সাপেক্ষ রান্না, বারবার নজর রাখা আর ঝামেলা। তবে এবার সেই ঝক্কি থেকে মুক্তি মিলতে চলেছে।

মাত্র ১০ মিনিটেই, তাও আবার প্রেশার কুকারে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু বিরিয়ানি। কম সময়ে, কম পরিশ্রমে রেস্তোরাঁ-স্টাইল স্বাদ পেতে এই সহজ পদ্ধতিই এখন ট্রেন্ডে।


কী কী লাগবে উপকরণ?

৫০০ গ্রাম মুরগির মাংস, ২ কাপ বাসমতি চাল, ২ কাপ পেঁয়াজকুচিআধকাপ টম্যাটো কুচি, আধকাপ টক দই, ২ টেবিল চামচ আদা-রসুন বাটা, ৪টি চেরা কাঁচালঙ্কা, ২ টেবিল চামচ বিরিয়ানি মশলা, আধ চা চামচ হলুদ, ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, ২ টি তেজপাতা, লবঙ্গ, এলাচ, ৩ টেবিল চামচ ঘি, আড়াই কাপ জল।

মাত্র ১০ মিনিটে প্রেশার কুকার বিরিয়ানি বানানোর পদ্ধতি:  গ্যাসে প্রেশার কুকার বসিয়ে, ঘি গরম করে তেজপাতা, পেঁয়াজ, লবঙ্গ একসঙ্গে ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংসের টুকরো, আদা-রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, টম্যাটো কুচি, হলুদ, টক দই আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ৫ মিনিট কষিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে তাতে আগে থেকে ধুয়ে রাখা বাসমতী চাল, পরিমাণমতো জল আর নুন দিয়ে ভাল করে নাড়িয়ে কুকারের ঢাকনা আটকে দিন। একটা হুইশেল পড়লে গ্যাস নিভিয়ে দমে বসিয়ে রাখুন। ৫ মিনিট পরে ঢাকনা খুলে অল্প ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

হঠাৎ অতিথি এলে বা অফিস ফেরত তাড়াহুড়োর দিনে এই ১০ মিনিটের বিরিয়ানি হতে পারে আপনার সেরা অস্ত্র।

You might also like!