Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Cooking

2 weeks ago

Cooking Tips: রান্নায় মশলা মেশানোর সঠিক কৌশল জানেন তো? ছোট ভুলেই নষ্ট হতে পারে সঠিক স্বাদ, জানুন বিস্তারিত

Cooking Advice
Cooking Advice

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়ির রান্নাতে অনেক সময় সঠিক স্বাদ বজায় থাকেনা, ফলে রান্না সেই ত্রুটিপূর্ণ হয়ে থাকে। মুম্বইয়ের পরিচিত রন্ধনশিল্পী স্বপ্নিল দেশাই সম্প্রতি তাঁর ইন্সটাগ্রামে একটি পোস্টে ভারতীয় রান্নায় সবচেয়ে সাধারণ ৬টি ভুল তুলে ধরেছেন, যেগুলোর কারণে কেবল উপকরণ ঠিক দিলেও কাঙ্ক্ষিত স্বাদ তৈরি হয় না। রান্নায় কেবল পরিমাণ বা মশলার নাম জানা যথেষ্ট নয় — সময়, তাপমাত্রা ও মশলা দানের পর্যায় বোঝাটাই আসলে স্বাদের সমীকরণ ঠিক করে। 

এই ভুলগুলো কী কী? নিচে প্রধান পয়েন্টগুলো সংক্ষেপে:

১. সর্ষের দানা পুড়িয়ে ফেলা: সর্ষের দানা ফোড়ন দিলে অনেক ক্ষেত্রেই ছোট ভুল হয়ে যায়। গরম কড়াইয়ে ঠিক কত ক্ষণ সর্ষে নাড়াচাড়া করা উচিত, তা অনেকের কাছেই অজানা। ফলে একাধিক সময়ে দেখা যায়, সর্ষে অতিরিক্ত ভাজা হয়ে গিয়েছে। তাতে সর্ষের তেতো স্বাদ তীব্র হয়ে ওঠে। রান্নায় মেশালে গোটা খাবারের স্বাদে তিতকুটে ভাব চলে আসে।

২. ফ্রিজে রাখা নারকেল দুধ ব্যবহার: নারকেলের দুধ রান্নার ঢালার আগে সেটির তাপমাত্রা কেমন, তা যাচাই করে নেওয়া দরকার। অনেকেই ফ্রিজে রাখা শিশি থেকে গরম রান্নায় সরাসরি নারকেলের দুধ মিশিয়ে দেন। এর ফলে দুধ নষ্ট যাবে রান্নার মধ্যেই। তাই সর্বদা রান্নায় মেশানোর আগে নারকেলের দুধকে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসা দরকার।

৩. পেঁয়াজে নুনের ব্যবহারের সময়: তেলে পেঁয়াজ ভাজার পর পরই অনেকে নুন মিশিয়ে দেন। তাতে পেঁয়াজের স্বাভাবিক মিষ্টি স্বাদ নষ্ট হয়ে যায়। তাই পেঁয়াজ ভাজার সময়ে সেগুলি হালকা বাদামি রং ধরার পর নুন মেশানো উচিত।

৪. কাঁচা টম্যাটো দিয়ে ফোড়ন: বিভিন্ন রান্নায় টম্যাটো ফোড়ন দেওয়ার অভ্যাস রয়েছে অনেকের। টম্যাটো ফোড়ন দেওয়ার মূল নিয়ম হল, তেলে হালকা ভেজে নিয়ে তার পর ফোড়ন হিসেবে ব্যবহার করা উচিত। কিন্তু অনেকেই কাঁচা টম্যাটো ফোড়ন হিসেবে দিয়ে ফেলেন কড়াইয়ে। এতে টম্যাটোর প্রকৃত স্বাদ ফুটে ওঠে না।

৫. রসুন পুড়িয়ে ফেলা: রান্নার সময়ে রসুন সর্বদা সোনালি রং ধারণ করবে, বাদামি হয়ে গেলে তা রান্নার ভুল। গরম তেলে ঠিক তত ক্ষণই রসুনের কুচি রান্না করা উচিত, যত ক্ষণ না সোনালি রং ধরে। রং ধরার সঙ্গে সঙ্গেই আঁচ থেকে সরিয়ে ফেলতে হবে, বা আগুন বন্ধ করে দিতে হবে কিংবা অন্য আনাজ বা মশলা মিশিয়ে দিতে হবে। বাদামি হয়ে যাওয়া মানেই রসুন পুড়ে গিয়েছে। এতে রসুনের স্বাদ তিতকুটে হয়ে যায়।

৬. গরম রান্নায় ঠান্ডা জল: গরম তেলে মশলা কষানোর পর ঝোল তৈরির জন্য জলের প্রয়োজন। আর সেখানেই গণ্ডগোল হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। সরাসরি জলের বোতল বা কাপে করে জল কড়াইয়ে ঢেলে দেওয়ার মতো ভুল অভ্যাস রয়েছে অনেকের। ফলে খাবারের স্বাদ ও গড়ন, সবই ওলটপালট হয়ে যায়।

You might also like!