Business

1 year ago

Gold Price Today: রুপো কেনার পারফেক্ট দিন আজ, সোনায় বেড়েছে অস্বস্তি

Gold Price
Gold Price

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের অস্বস্তি মধ্যবিত্তদের । সোনা-রুপোর (Gold-Silver Price Today) দাম গত কয়েকদিন ধরে নিম্নমুখী থাকলেও । ফের দাম বাড়ল সোনার। তবে, সোনার দাম বাড়লেও দাম বাড়েনি রুপোর।

গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১০০ টাকা । এদিন ,সোনার নতুন দাম হয়েছে, ৫৫ হাজার টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামে সোনার দাম বেড়েছে ১১০ টাকা । দাম বেড়ে নতুন দাম হয়েছে ৬০ হাজার টাকা ।

১ গ্রাম ও ১০০ গ্রাম সোনার দাম একনজরে

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৫০০

২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৫,৫০,০০০

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬,০০০

২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৬,০০,০০০

রুপোর দামও বাড়েনি । টানা সাত দিন প্রায় নিম্নমুখি থাকার পর এদিনও অপরিবর্তিত রয়েছে রুপোর বাজার দর। কলকাতার বাজারে- রুপোর দাম যাচ্ছে কেজি প্রতি ৭৪ হাজার টাকা ।

You might also like!