দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভাগ্য যে সব সময় আপনার সঙ্গে থাকবে এমন নয়। নানান সময় নানান পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে ঋণের বোঝা লেগে থাকে অনেক সময়। এই বোঝা থেকে মুক্তি পেতে মেনে চলুন ঘরোয়া টোটকা। একটি ফিটকিরি আপনাকে সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
নজরদোষ থেকে মুক্তি দিতে পারে ফিটকিরি। এক টুকরো ফিটকিরি নিজের কাছে রাখুন। বিশেষ করে বাচ্চাদের প্রায়শই নজর লাগে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এই টোটকা মেনে চলুন। তেমনই বাড়ির প্রবেশদ্বারের সামনে ফিটকিরি রেখে দিন। এতে নেগেটিভ এনার্জি দূর হবে। ঘরে নেতিবাচক এনার্জি দূর হলে জীবেন আসবে সুখ ও শান্তি।
তেমনই কিছুটা ফিটকিরি লাল কাপড়ে মুড়ে মানিব্যাগে রেখে দিন। এতে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারেন। তেমনই অর্থ আসবে আপনার। আর্থিক জটিলতা প্রায়শই চলতে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এই টোটকা পালন করুন।
যারা একেবারে সঞ্চয় করতে পারেন না তারা ফিটকিরি লাল কাপড়ে মুড়ে মানিব্যাগে রেখে দিন। আর্থিক সঞ্চয় বাড়বে। তেমনই ব্যবসা করেন যারা তারা ক্যাশবক্সে এই ফিটকিরি রেখে দিন।
দাম্পত্য জীবনে সুখ ও শান্তি এনে দেবে ফিটকিরি। কিছুটা ফিটকিরি লাল কাপড়ে মুড়ে আপনার কাছে রেখে দিন। এতে সম্পর্ক থেকে নেতিবাচক জিনিস দূর হবে। এই টোটকা বেশ উপকারী। মেনে চলুন শাস্ত্র মত।
দীর্ঘস্থায়ী রোগ থেকেও মুক্তি দিতে পারে ফিটকিরি। রোগীর বিছানার তলায় রাখুন ফটকিরি। এতে মিলবে উপকার।
তেমনই আরও কয়টি জিনিস মেনে চলতে হবে এই টোটকা পালনের সময়।
প্রথমত, ফিটকিরি লাল রঙের কাপড়ে বেঁধে ব্যবহার করুন। এতে বেশি উপকার পাবেন।
মানিব্যাগ হোক বা ঘরের যে কোনও স্থানে এই ফিটকিরি রাখলে তা নিয়মিত বদল করতে হবে।
তেমনই ফিটকিরি ব্যবহারের সময় পবিত্রতা বজায় রাখা জরুরি। যে পদ্ধতি মেনে চলছেন তার ওপর ভরসা রাখুন তা না হলে মিলবে না উপকার।