Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Health

11 months ago

Black Pepper: খাবারের স্বাদ ফেরাতেই শুধু নয় সুস্বাস্থ্যের জন্য এই ফল গুরুত্বপূর্ণ, জানুন উপকারিতা!

Black Pepper
Black Pepper

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিভিন্ন রান্না সুস্বাদু করতে গোলমরিচের জুড়ি মেলা ভার। বিভিন্ন ফলের মধ্যে এটি স্বাদে এবং গুনে অনন্য। নানান রকমারি রান্নায় স্বাদ আনতে এটির ব্যবহার আবশ্যক। ছোট্ট আকারের এই ফলের/ফলের গুঁড়োর কার্যকারিতা অধিক। এটি রান্নায় ব্যবহার করা ভীষণ উপকারী পাশাপাশি স্বাস্থ্যের উন্নতির জন্য ভীষণ প্রয়োজনীয়।  গোলমরিচ পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে ম্যাগনেসিয়াম, ফরফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাগানিজ, নিয়াসিন, ফোলেট, বিটাইন, বিটা ক্যারোটিন, ভিটামিন ই, কে এবং এ সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে। তাই এটি সুস্বাস্থ্যের জন্য ভালো।

গোলমরিচের উপকারিতাগুলি হল: 

১) গোল মরিচের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি হৃদরোগ এবং গুরুত্বর বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে। তাই সপ্তাহে দুই থেকে তিন দিন সকালে গোলমরিচ চিবিয়ে খাওয়া যেতে পারে।

২) গোল মরিচ খেলে ওজন কমে। অতিরিক্ত মেদযুক্ত ব্যাক্তি গোলমরিচ খাওয়ার অভ্যাস করতে পারেন, এটি ওজন হ্রাসের জন্য কার্যকরী। 

৩) হজমশক্তি বাড়াতে, ইনফেকশন দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গোলমরিচ।

৪) ঋতু পরিবর্তনের সময়ে সর্দি-কাশি সমস্যা সমাধানে এটি মোক্ষম দাওয়াই।

৫) গোলমরিচে থাকা বিশেষ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।

৬) ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রান্নার এই মশলা। তাই গোল মরিচ ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

৭) হরমোনের ভারসাম্য রক্ষা করা সহ যেকোনও কঠিন সমস্যায় সিদ্ধহস্ত সামান্য কয়েক দানা গোলমরিচ। 

৮) গোলমরিচে থাকা পিপেরিন উপাদান স্কিন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

৯) গোলমরিচে থাকা ভিটামিন সি চুল পড়া কমাতে সাহায্য করে।

১০) গোলমরিচে থাকা উপাদান সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। 

এই ফল এবং ফলের গুঁড়ো শুধু রান্নায় যে স্বাদ বাড়ায় তা নয়, শরীরের নানান জটিল রোগ নিরাময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং নিমেষে মুক্তি পথ দেখায়।

You might also like!