Breaking News
 
Red Fort Explosion: লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! আগুনে পুড়ল একাধিক গাড়ি, মৃত্যু অন্তত আটজন—তদন্তে নামল এনআইএ ও এনএসজি Suvendu attack mamata banerjee : মমতা ও তাঁর সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে : শুভেন্দু অধিকারী Prime Minister Narendra Modi : আরও ৪টি বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু, বারাণসী থেকে সূচনা প্রধানমন্ত্রীর Michael Jackson Biopic: জাফর ইন দ্য হাউস! মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজ়ার প্রকাশ্যে, মামার চরিত্রে নজর কাড়লেন ভাইপো Shah Rukh Khan Aryan Khan:'বাদশা ঘনিষ্ঠ' ফাঁস করলেন বড় খবর: এবার আরিয়ানের নির্দেশনায় দেখা যাবে শাহরুখ খানকে? Rashmika Mandanna Vijay Deverakonda:বাগদানের আংটির দামই ২ লাখ! এবার উদয়পুরে কবে চার হাত এক হবে রশ্মিকা ও বিজয়ের?

 

Health

1 year ago

Fact Check: আলুই কি ওজন বৃদ্ধির মূল কারণ! পুষ্টিবিদের পরামর্শ কি?

Potatoes are the main cause of weight gain (File Picture)
Potatoes are the main cause of weight gain (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের মধ্যে অনেকেই রোজ রোজ অত্যধিক পরিমাণে আলু খান। তাতেই তাঁদের মনের শান্তি। তবে রোজ রোজ আলু খাওয়া কি আদৌ উচিত? এই ভুলটা করলে কি ওজন বাড়ার আশঙ্কা থাকে? এই বিষয়ে নিজের মতামত জানালেন কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ। তাই সুস্থ-সবল জীবন কাটানোর ইচ্ছে থাকলে ঝটপট এই নিবন্ধটি পড়ে ফেলুন। তারপরই সিদ্ধান্ত নিন।

অনেকেই মনে করেন, আলুতে বোধহয় কোনও পুষ্টি উপাদান নেই। তবে এই ধারণা সর্বৈব ভ্রান্ত। কারণ এই সবজিতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, ফোলেট এবং ভিটামিন বি৬-এর ভাণ্ডার। এমনকী এতে পর্যাপ্ত পরিমাণে কার্বও রয়েছে। তাই দেহে পুষ্টি এবং এনার্জির ঘাটতি মিটিয়ে দেওয়ার কাজে আলুর জুড়ি মেলা ভার। তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে নিয়মিত আলু খেতেই পারেন। তাতেই উপকার পাবেন হাতেনাতে।

এই প্রশ্নের উত্তরে মীনাক্ষী মজুমদার জানালেন, ১০০ গ্রাম আলুতে রয়েছে প্রায় ৮৫ ক্যালোরি। এমনকী এই সবজির গ্লাইসেমিক ইনডেক্সও অনেকটাই বেশি। তাই প্রতিদিন কাড়িকাড়ি আলু খেলে যে ওজন বাড়বে, তা তো বলাই বাহুল্য।

তবে দিনে ২০ থেকে ২৫ গ্রামের মতো আলু খেলে তেমন বড় কোনও ক্ষতি হবে না। তাই ওজনের কাঁটাকে স্বাভাবিকের গণ্ডিতে আটকে রাখতে চাইলে এই নিয়মটা অবশ্যই মেনে চলুন।

শুধু আলুর তরকারি বা কাড়ি কাড়ি আলু ভাজা, আলু ভাতে খেলে ওজন বাড়তে বাধ্য। তাই এবার থেকে অন্যান্য সবজির সঙ্গে আলু মিশিয়ে একটা লোভনীয় পদ রেঁধে ফেলুন। তাতেই দেহে ফাইবারের ঘাটতি মিটে যাবে। আর সেই সুবাদে ওজন বাড়ার আশঙ্কাও আর থাকবে না। তাই ওজনকে নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখতে নিয়মিত পাঁচমিশালি পদ খাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।

আলু এবং রাঙা আলুর মধ্যে ক্যালোরিগত খুব একটা তফাত নেই বললেই চলে। তাই ওজনকে স্বাভাবিকের গণ্ডিতে আটকে রাখতে চাইলে আলুর মতোই রাঙা আলুও কম পরিমাণে খেতে হবে। তবে কেউ চাইলে ঘুরিয়ে ফিরিয়ে এইসব সবজি খেতেই পারেন। তাতেই উপকারই পাবেন হাতেনাতে। এমনকী দেহে পুষ্টির ঘাটতিও মিটে যাবে।

সুগার রোগীর এইচবিএ১সি লেভেল ৭-এর নীচে থাকলে তাঁরা নিশ্চিন্তে দিনে এক টুকরো আলু খেতে পারেন। তাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে এইচবিএ১সি লেভেল ৮ বা ৯-এর উপরে থাকলে আলু না খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। নইলে সুগার আরও বাড়বে বই কমবে না। তাই সুস্থ থাকতে অবশ্যই এই নিয়মটা মেনে চলুন।

You might also like!