কলম্বো, ২৪ সেপ্টেম্বর : আর মাত্র কয়েকদিন পরেই ওয়ানডে বিশ্বকাপের আসর। এর মাঝেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কার তারকা স্পিন বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন।
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ইনজুরির জন্য দলের বাইরে ছিলেন। দলে ফিরে আবার চোট পেয়েছেন হাসরাঙ্গা। এরফলে ওয়ানিন্দু হাসারাঙ্গা দলের বাইরে চলে গেলেন। ওয়ানডে বিশ্বকাপের জন্য ২৬ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা হবে শ্রীলঙ্কা দল। এমন পরিস্থিতিতে ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলি কাকে বেছে নেওয়া হবে তা নিয়েই চলছে আলোচনা নির্বাচকদের।