Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Game

7 months ago

Mithali Raj : মঙ্গলবার ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজের জন্মদিন

Mithali Raj
Mithali Raj

 

কলকাতা, ১ ডিসেম্বর : মিতালি রাজ হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং মহিলা ক্রিকেটের সেরা খেলোয়াড়দের একজন।

৩ ডিসেম্বর ১৯৮২, রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন মিতালি।

১৯৯৯ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন মিতালি রাজ।

সেই খেলায় তিনি ১১৪ রানে অপরাজিত ছিলেন। ২০০১-০২ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউতে টেস্ট ম্যাচে অভিষেক হয় তাঁর ।

১৭ আগস্ট ২০০২, ইংল্যান্ডের টাউনটনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৯ বছর বয়সে তাঁর তৃতীয় টেস্টে ক্যারেন রোল্টনের ২০৯ রানের অপরাজিত সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট রানের রেকর্ডটি ভেঙে ২১৪ রানের নতুন রেকর্ড গড়েন মিতালি। যদিও ২০০৪ সালের মার্চ মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৪২ রান করে পাকিস্তানের কিরণ বালুচ তাঁর রেকর্ডটি ভেঙে দেন।

২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপে তিনি প্রথম বিশ্বকাপ ফাইনালে খেলেছেন, তবে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। ২০১৩ সালেও তার অধিনায়কত্বের ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। কিন্তু এবারও মিতালিরা ফাইনালে হারে ইংল্যান্ডের কাছে ৯ রানে।

২০১৩ সালেই ওয়ানডে ক্রিকেটার তালিকায় মিতালির নাম ছিল এক নম্বর স্থানে। তিনি তাঁর কেরিয়ারে টেস্ট ক্রিকেটে ১টি শতরান এবং ৪টি অর্ধশতরান করেন। ওয়ানডে ক্রিকেটে তাঁর রয়েছে ৫টি শতরান এবং ৫০টি অর্ধশতরান। তাঁর সেরা বোলিং ৩/৪ এবং টি-টোয়েন্টিতে ১০টি অর্ধশতরান করেছিলেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তিনি বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় খেলোয়াড় হন, যিনিওয়ানডে ক্রিকেটে ৫৫০০ রান করেন। মিতালি ভারতের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ২০১৭ সালে মিতালি ওয়ানডে ক্রিকেটে ৬০০০ রান করে বিশ্বের প্রথম ক্রিকেটার হন।

২০১৭ সালের ডিসেম্বরে তিনি ওয়ানডেতে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেট দলে অন্যতম খেলোয়াড় নির্বাচিত হন। ২০১৯ সালের সেপ্টেম্বরে মিতালি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন।

You might also like!