নয়াদিল্লি, ৪ জুন : হাতে মাত্র সাত দিন সময় রয়েছে। তার মধ্যে যদি ভারতীয় কুস্তি সংস্থায় নির্বাচন না হয় তা হলে ব্যবস্থা নিতে পারে বিশ্ব কুস্তি সংস্থা।অর্থাৎ কুস্তিগীরদের আন্দোলনের মাঝেই ঘটে যেতে পারে এই বিপর্যয়।
বর্তমানে ২৭ এপ্রিল থেকে ভারতীয় কুস্তি সংস্থার কাজকর্ম দেখাশোনা করছে ভারতীয় অলিম্পিক্স সংস্থার তৈরি একটি বিশেষ কমিটি। সেই বিশেষ কমিটিকে বিশ্ব কুস্তি সংস্থা নির্দেশ দিয়েছিল, ৪৫ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করতে হবে। আর এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ১০ জুন সেই সময়সীমা শেষ হতে চলেছে। হাতে আর সময় নেই। এখনও নির্বাচনের প্রস্তুতিই শুরুই হয়নি। তা যদি না হয় তাহলে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে বিশ্ব কুস্তি সংস্থা। গত সাত দিন আগে বিশ্ব কুস্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘৪৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু ভারতীয় কুস্তি সংস্থা সেটা মানেনি। তার ফলে বরখাস্ত করা হতে পারে সংস্থাকে। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তা হলে প্রতিযোগীরা ভারতের পতাকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।’’
ভারতীয় অলিম্পিক্স সংস্থার এক আধিকারিক বলেছেন, 'এখন যে সমস্যা চলছে তা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা সহজ নয়। সেই কারণেই এখনও পর্যন্ত ভারতীয় অলিম্পিক্স কমিটি নির্বাচনের কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। আশা করছি দ্রুত পদক্ষেপ করা হবে।’’