Game

1 year ago

Litton Das : বাবা হলেন লিটন, সুস্থ রয়েছেন স্ত্রী এবং সদ্যোজাত

Littion Das With his wife Sanchita (File Picture)
Littion Das With his wife Sanchita (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশ এবং কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা বৃহস্পতিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝে দু’বার দেশে ফেরায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।

১৬ নভেম্বর ঢাকার এক বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে লিটনের কন্যার। তাঁর স্ত্রী এবং সদ্যোজাত শিশু সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। লিটন নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন খুশির খবর। প্রথম বার বাবা হলেন লিটন। তিনি লিখেছেন, ‘‘আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমদের একটি ছোট্ট রাজকন্যা প্রাপ্তির সৌভাগ্য হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদের জন্য আপনারা প্রার্থনা করুন।’’ গত বুধবার সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে আনুষ্ঠানিক ভাবে বাবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন লিটন। অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে নিজের ছবি প্রকাশ করে ওই পোস্টে সবার আশীর্বাদ চান।

বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি লিটন। অধিকাংশ ম্যাচেই রান পাননি, তার উপর একাধিক বার দেশে ফেরায় সমালোচনা শুরু হয়।তবে এই সব কিছুর উর্ধে তার বাবা হবার আনন্দ, অনেক অভিনন্দন শকিবের দলের ওপেনার কে। 

You might also like!