কলকাতা, ১২ আগস্ট : ১৩ আগস্ট টেনিস খেলোয়াড় লিয়েন্ডারকে সংবর্ধিত করবে ইস্টবেঙ্গল ক্লাব। কারণ মঙ্গলবার ক্লাবের প্রয়াত সচিব পল্টু দাসের ৮৫ তম জন্মদিবসে 'স্পোর্টস ডে' পালিত হবে। সেদিন কলকাতার ছেলেটিকে টেনিস 'হল অফ ফেম' -এ জায়গা করে নেওয়ার জন্য তাকে বিশেষ সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল। এছাড়া ক্লাবের দুই কর্ণধার বর্ষীয়ান কর্তা ড. প্রণব দাসগুপ্ত এবং কল্যাণ মজুমদারকে সম্মানিত করা হবে। ক্লাবের সদস্যপদ দেওয়া হবে ইমামির কর্ণধার আদিত্য আগরওয়াল এবং মনীশ গোয়েঙ্কাকে। এই অনুষ্ঠানে ওই দিন বেশ কয়েকটি পুরস্কার তুলে দেওয়া হবে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের হাতে। যেমন বছরের সেরা হকি খেলোয়াড় প্রদীপ সিং মোর, বর্ষসেরা মহিলা অ্যাথলিট ঝুমা বসু ও বছরের সেরা পুরুষ অ্যাথলিট কর্ণ বাগকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া পল্টু দাসের জন্মদিবস উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাবে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। পল্টু দাসের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন এবং পতাকা উত্তোলন দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এছাড়াও এদিন রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা শিবির করা হবে। এছাড়া অনুষ্ঠান শেষে প্রাক্তন ফুটবলারদের মধ্যে হবে প্রদর্শনী ম্যাচ।