নিউইয়র্ক, ৪ জুন : বিশ্বকাপের আগে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে। তাই নিরাপত্তা জোরদার করেছে নিউইয়র্ক পুলিশ। আর এই নিরাপত্তা আরও বাড়াতে স্টেডিয়ামে চারিদিকে নিরাপত্তার জন্য থাকবে স্নাইপার। আর মাঠের ভেতরে সাধারণ পোশাকে থাকবে পুলিশ। এর পাশাপাশি নিউইয়র্ক পুলিশের সঙ্গে থাকবে এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি টিমও।
এছাড়া ড্রোন হামলা থেকে রক্ষা পেতে স্টেডিয়ামের কাছে থাকা পার্কটি আগামী বিশ্বকাপের দিনগুলোতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে নিউইয়র্ক পুলিশ।
আগামী ৯ জুন এই স্টেডিয়ামেই চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই হবে।