
কলকাতা : এশিয়ান গেমসে এবার ভারতের পুরুষ ও মহিলা দল অংশ নিচ্ছে। পুরুষ দলের নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড় আর হরমনপ্রীত কৌর নেতৃত্বে দেবেন মহিলা দলকে। এশিয়ান গেমস শুরু ২৩ সেপ্টেম্বর। এর ঠিক চারদিন আগে অর্থাৎ মহিলাদের ম্যাচগুলি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে, এবং শেষ হবে ২৭ সেপ্টেম্বর। আর আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পুরুষদের ম্যাচগুলো শুরু হবে। আগামী ৫ অক্টোবর থেকে ঋতুরাজ গায়কোয়াড়রা শুরু করবে কোয়াটার ফাইনাল ম্যাচ।
২১/৯/২০২৩ : প্রথম কোয়ার্টারফাইনাল - ভারত মহিলা দল বনাম বিজেতা ৪
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল - পাকিস্তান মহিলা বনাম বিজেতা ৩
২৪/৯/২০২৩:তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনাল
২৫/৯/২০২৩: প্রথম সেমিফাইনাল:প্রথম কোয়ার্টার ফাইনাল বিজেতা বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বিজেতা।
দ্বিতীয় সেমিফাইনাল: তৃতীয় কোয়ার্টার ফাইনাল বিজেতা বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনাল বিজেতা।
২৬/৯/২০২৩: তৃতীয় স্থানের লড়াই- দুই সেমি ফাইনালের পরাজিত দল।
ফাইনাল- দুই সেমি ফাইনালের জয়ী দল।
৪/১০/২০২৩: প্রথম কোয়ার্টার ফাইনাল - পাকিস্তান বনাম বিজেতা ৮, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল - শ্রীলঙ্কা বনাম বিজেতা ৯
৫/১০/২০২৩ : তৃতীয় কোয়ার্টার ফাইনাল - বাংলাদেশ বনাম বিজেতা ১০
চতুর্থ কোয়ার্টার ফাইনাল - ভারত বনাম বিজেতা ৭
৬/১০/২০২৩: প্রথম সেমিফাইনাল- প্রথম কোয়ার্টার ফাইনাল বিজেতা বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনাল বিজেতা। দ্বিতীয় সেমিফাইনাল- তৃতীয় কোয়ার্টার ফাইনাল বিজেতা বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বিজেতা।
৭/১০/২০২৩: তৃতীয় স্থানের লড়াই- দুই সেমি ফাইনালের পরাজিত দল (ব্রোঞ্জ)।
ফাইনাল- দুই সেমি ফাইনালের জয়ী দল (সোনা)।
সম্প্রচার- সোনি স্পোর্টস নেটওয়ার্কে সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
