Game

5 days ago

Saudi Pro League:সৌদি প্রো লিগ: শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে গেল আল নাসর

Saudi Pro League
Saudi Pro League

 

রিয়াদ : আল কাদসিয়ার বিপক্ষে গোল পাননি রোনাল্ডো। আল নাসরও পারলো না। আল কাদসিয়ার কাছে হেরে গেল আল নাসর। আর ২-১ গোলের পরাজয়ে সৌদি প্রো লিগের শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লো আল নাসর।  প্রতিপক্ষের মাঠে পুরো শক্তির দল নামিয়েছিল আল নাসর কোচ স্টেফানি পিওলি। কিন্তু রোনাল্ডো , জন ডুরান, ওতাভিও, মার্সেলো বোজোভিকরা গোল করতে পারেননি

প্রথমার্ধের ৩৫ মিনিটে কাদসিয়ার হয়ে প্রথম গোলটি করেন তুর্কি আল আম্মার। ৮৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান প্রাক্তন লিভারপুল তারকা সাদিও মানে। ৮৭ মিনিটে আবারও আল নাসরের জাল কাঁপান পিয়েরে এমেরিক অবামেয়াং। এই গোলটিই জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দেয়। এই হারে সৌদি প্রো লিগে ২৮ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল আল নাসর। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল হিলাল ও ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ।

You might also like!