দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির জেরে ফের ভয়াবহ ধস সিকিমে। পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়ুমথাংয়ে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তাঁদের সন্ধানে জোরকদমে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। স্থানীয় সূত্রে জানা গেছে, ধসটি উপর দিক থেকে নেমে এসে একটি বাড়িকে কাদামাটি এবং পাথরে ঢেকে দেয়। বাড়ির ভিতরে আটকে পড়েন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার মধ্যরাতে আচমকা ধস নামে ইয়ুমথাং বিধানসভা এলাকার আপার রিম্বি গ্রামে। একটি বাড়ি ধসে গিয়ে চাপা পড়েন ৩ জন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। অন্যদিকে, নদীতে তলিয়ে যান দু’জন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় বাসিন্দারাও এগিয়ে যান উদ্ধার কাজে। প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইয়ুমথাংয়ে ভূমিধস নামে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ধসের কারণে ঘটনাস্থলেই তিন জন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং সশস্ত্র সীমান্ত বলের (এসএসবি) সদস্যরা। উদ্ধারকাজে প্রাথমিক স্তরে হাত লাগান স্থানীয়রাও।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে এক জন মারা যান। অপর জনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, পাহাড়ি দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বার বার উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। উদ্ধারকারী দল ও স্থানীয়দের তৎপরতায় প্রবল স্রোতে বওয়া নদীতে গাছের গুঁড়ি ভাসিয়ে দুই মহিলাকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, ধসগ্রস্ত এলাকায় এখনও চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। পুলিশ সুপার জানিয়েছেন, ‘‘পাহাড়ি দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বার বার উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটছে।’’