Game

1 month ago

Paris Olympic inauguration: প্যারিস অলিম্পিক : উদ্বোধনী প্যারেডে থাকছেন না রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদরা

Paris Olympic inauguration
Paris Olympic inauguration

 

লুসান, ২১ মার্চ: এসে গেল প্যারিস অলিম্পিক। জুলাইয়ে শুরু হচ্ছে এই গ্রেটেস্ট শো অন আর্থ। প্যারিসে অনুষ্ঠিতব্য এবারের গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের প্যারেডে অংশ নিতে পারছেন না নিরপেক্ষ পতাকা নিয়ে অলিম্পিক গেমসে খেলতে আসা রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদরা। আইওসির পরিচলক জেমস ম্যাকলিওড লুসানে হওয়া নির্বাহী বোর্ডের সভাতে এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে তিনি বলেছেন, এরা ব্যক্তিগত ক্রীড়াবিদ, কোন নির্দিষ্ট দেশের হয়ে অংশ নিচ্ছেন না। তাই এই কারণে উদ্বোধনী অনুষ্ঠানের প্যারেডে এইসব ব্যক্তিগত এ্যাথলিট অন্যদের সাথে প্যারেডে অংশ নেওয়ার এক্তিয়ার নেই। তবে এইসব ব্যক্তিগত অ্যাথলিটকে কিভাবে সুযোগ দেওয়া যায় তার চেষ্টা চলছে। তাছাড়া ২৮ আগস্ট থেকে প্যারিসে হতে চলা প্যারা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

You might also like!