Country

2 weeks ago

Two dead after house collapse: উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে দোতলা বাড়ি ভেঙে মৃত দুই, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৭ জন

Two dead after house collapse
Two dead after house collapse

 

মুজফ্ফরনগর, ১৫ এপ্রিল: উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলায় দোতলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে দু'জনের। এছাড়াও ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৭ জনকে, আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে পুলিশ ও প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হয়েছে। আর কেউ ধ্বংসস্তূপের নীচে আটকে নেই।

রবিবার সন্ধ্যায় মুজফ্ফরনগরের জনসাথ থানা এলাকায় একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার পরই উদ্ধারকাজে গতি আনতে নির্দেশ দেন। রবিবার রাতে এসএসপি মুজফ্ফরনগর অভিষেক সিং জানান, "সন্ধ্যা ৫.৩০ মিনিট নাগাদ বাড়িটি ভেঙে পড়ে বলে জানা যায়। ১৫ জনকে উদ্ধার করা হয়, এটি এক দোতলা বাড়ি।"

মুজফ্ফরনগরের জেলাশাসক অরবিন্দ মাল্লাপ্পা বাঙ্গারি বলেছেন, "বাড়ি ভেঙে পড়ার বিষয়ে আমি এসএসপি-র কাছ থেকে জানতে পেরেছি। ইতিমধ্যেই মোট ১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং দু'জনের মৃত্যু হয়েছে।" কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান বলেছেন, "বাড়ি ভেঙে দু'জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল।"

You might also like!