Game

7 months ago

Rafael Nadal's birthday: সোমবার জন্মদিন রাফায়েল নাদালের

Monday is the birthday of Rafael Nadal
Monday is the birthday of Rafael Nadal

 

কলকাতা, ৩ জুন: রাফায়েল নাদাল একজন স্প্যানীয় পেশাদার টেনিস খেলোয়াড়। রাফায়েল জন্মগ্রহণ করেছিলেন ৩ জুন।বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বরে আছেন তিনি। এছাড়া, অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস (এটিপি) র‍্যাঙ্কিংয়ে তিনি ২০৯ সপ্তাহ ১ নম্বর স্থানে ছিলেন এবং ১ নম্বর হিসেবে বছর শেষ করেছেন পাঁচবার। ২২টি গ্র্যান্ড স্ল্যাম পুরুষ একক শিরোপা জিতেছেন নাদাল, যা ইতিহাসে সবচেয়ে বেশি। তিনি ৯২টি এটিপি একক শিরোপা জিতেছেন, যার মধ্যে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন শিরোপা এবং ৩৬টি মাস্টার্স শিরোপাসহ ৬২টি ক্লে কোর্টে অর্জন করেন। ক্লেতে তার টানা ৮১টি জয় রেকর্ড হয়ে রয়েছে।

বর্তমানে টেনিসের অন্যতম সেরা এই কিংবদন্তি খেলোয়াড় অবসরের পথে।আঘাত কাটিয়ে ফ্রেঞ্চ ওপেনে ফিরেছিলেন তিনি। কিন্তু ফেরাটা ভালো হয়নি।ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাকে।তিনি জানিয়ে দিয়েছেন আগামী প্যারিস অলিম্পিকই হয়তো তার কেরিয়ারের শেষ অলিম্পিক। সোমবার সর্বকালের অন্যতম সেরাদের একজন সেই রাফায়েল নাদালের জন্মদিন।

You might also like!