Game

5 months ago

Super Cup 2024 : ১৪ আগস্ট সুপার কাপে অভিষেক হতে পারে এমবাপের

Mbappe (symbolic picture)
Mbappe (symbolic picture)

 

মাদ্রিদ, ১২ আগস্ট : গত মরশুমে চ্যাম্পিয়ন লিগ শিরোপা জিতেছে কার্লো আনচেলত্তির দল। এবারের মরশুমটাও শিরোপা দিয়ে শুরু করতে চাইছে লস ব্ল্যাঙ্কোসরা। উয়েফা সুপার কাপের ট্রফির লড়াইটা হবে আগামী ১৪ আগস্ট, রাতে পোল্যান্ডের ওয়ারশতে আটলান্টার মুখোমুখি হবে রিয়াল। শোনা যাচ্ছে সুপার কাপের ম্যাচে চ্যাম্পিয়ন লিগ ফাইনালের দলটাকেই খেলাতে চাইছেন আনচেলত্তি। আর তাই যদি হয়, তাহলে এমবাপেকে বেঞ্চে বসে মাঠে নামার অপেক্ষায় থাকতে হবে। এই ম্যাচ দিয়েই লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে যাত্রা শুরু হতে পারে কিলিয়ান এমবাপের। তাই তারকা এই ফুটবলারের অভিষেক ঘিরে উন্মাদনা বাড়ছে রিয়াল মাদ্রিদ ভক্তদের মধ্যে। তবে সুপার কাপের এই ম্যাচে এমবাপের মাঠে না নামার সম্ভাবনাও আছে। রিয়াল কোচ আনচেলত্তির কথা অনুযায়ী আন্দাজ করা যাচ্ছে, ভক্তদের আবদার মেনে এমবাপেকে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে ।

You might also like!