Game

4 hours ago

Ipswich 0: 6 Manchester City : ইপসউইচের জালে ৬ গোল, শীর্ষ চারে ম্যানচেস্টার সিটি

Ipswich 0: 6 Manchester City
Ipswich 0: 6 Manchester City

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এক সপ্তাহ আগে এফএ কাপে স্যালফোর্ড সিটিকে ৮-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল গোল-উৎসব করল রোববার প্রিমিয়ার লিগেও। এবার ইপসউইচকে টাউনকে তাদেরই মাঠে ৬-০ গোলে হারিয়েছে সিটি। লিগে এক ম্যাচ পর জয়ে ফেরা সিটি উঠে এসেছে পয়েন্ট তালিকার চারে।প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়া সিটির হয়ে সর্বোচ্চ ২ গোল করেছেন ফিল ফোডেন। দুটি গোলই প্রথমার্ধে। ফোডেনের দুই গোলের মাঝে সিটিকে দ্বিতীয় গোল এনে দেন মাতেও কোভাচিচ। এরপর দ্বিতীয়ার্ধে জেরেমি ডোকু, আর্লিং হলান্ড ও জেমস ম্যাকাটির গোলে ব্যবধান দ্বিগুণ করে টানা চারবারের চ্যাম্পিয়নরা। এবারের লিগে দুদলের প্রথম দেখায় ৪-১ গোলে জিতেছিল সিটি, ইতিহাদে সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন আর্লিং হলান্ড।

বড় এই জয়ে মাঝের বাজে সময় কাটিয়ে ওঠার ইঙ্গিত দিল সিটি। দলটি প্রিমিয়ার লিগে সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই জিতল। লিগে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া সিটির পরের ম্যাচ চ্যাম্পিয়নস লিগে। পিএসজির বিপক্ষে বুধবারের ম্যাচটি সিটি খেলবে প্যারিসে। সেখান থেকে ফিরে শনিবার প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হবে দলটি।

২২ ম্যাচের ১১টি তে জেতা সিটির পয়েন্ট ৩৮। সমান ম্যাচে সমান পয়েন্ট নিউক্যাসলেরও। তবে সিটি এগিয়ে শ্রেয়তর গোল পার্থক্যে। ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। সমান ৪৪ পয়েন্ট পেলেও গোল পার্থক্যের হিসেবে দুইয়ে আর্সেনাল, তিনে নটিংহাম ফরেস্ট।

You might also like!