Game

6 months ago

French Open: ফ্রেঞ্চ ওপেন:রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি সেমিফাইনালে

French Open: Rohan Bopanna and Mathew Ebden in the semi-finals
French Open: Rohan Bopanna and Mathew Ebden in the semi-finals

 

প্যারিস, ৬ জুন: ফরাসি ওপেনের লাল সুড়কির কোর্টে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় তারকা রোহন বোপান্না জুটি। বৃহস্পতিবার সঙ্গী ম্যাথু এবডেনকে নিয়ে দুরন্ত টেনিস খেলে তারা পৌঁছে গেলেন সেমিফাইনালে।

এই ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বেলজিয়ামের স্যান্ডার জিলি এবং জোরান ভিজেনের বিরুদ্ধে। ম্যাচে ভারতীয় জুটির পক্ষে ফল ৭-৬(৩),৫-৭,৬-১। আরও একটি গ্রান্ড স্ল্যাম পদক থেকে তারা মাত্র দুই ধাপ দূরে রয়েছেন।


You might also like!