Horoscope

2 days ago

Astrology Tips: আগামী ১০ দিনের মধ্যে ভাগ্য খুলবে, বছর শেষে শুক্রের গোচর, আর্থিক বৃদ্ধি হবে চার রাশির

Astrology Tips
Astrology Tips

 

দুরন্ত  বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২৮ ডিসেম্বর রাত ১১টা ৪৮ মিনিটে কুম্ভ রাশিতে শুক্রের গোচর হবে। এর ফলে উপকৃত হবেন চার রাশি। হবে আর্থিক বৃদ্ধি। তেমনই কেটে যাবে জীবনের সকল জটিলতা। দেখে নিন এই তালিকায় কে কে আছেন।

মেষ রাশি

ভাগ্য ফিরতে চলেছে মেষ রাশির। নতুন বছরে হবে আর্থিক লাভ। এই সময় নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। এই সময় কঠোর পরিশ্রমে দিন কাটবে। অলসতা থেকে দূরে থাকতে পারেন। এই সময় প্রচুর লাভ হবে। কর্মক্ষেত্রেও পদোন্নতির যোগ আছে।

বৃষ রাশি

ভাগ্য ফিরতে চলেছে বৃষ রাশির। এই সময় আর্থিক লাভ হবে। তেমনই বড় চাকরি পেতে পারেন। এই সময় স্বাস্থ্যের যত্ন নিন। আপনি ঋণ থেকে পাবেন মুক্তি। আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে এই সময়। ২৮ ডিসেম্বরের পর থেকে ভাগ্য আপনার সঙ্গে থাকবে।

তুলা রাশি

কপাল খুলতে চলেছে তুলা রাশির। শুক্র গ্রহের গোচরের ফলে তুলা রাশির আর্থিক উন্নতি হবে। এই সময় বাড়ি, জমি কিংবা গাড়ি কিনতে পারেন। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। তেমনই কাউকে টাকা ধার দিয়ে থাকলে সে টাকা ফেরত পেতে পারেন।

কর্কট রাশি

শুক্রের গোচরের ফলে ভাগ্য খুলবে কর্কট রাশির। এই সময় আর্থিক উন্নতি হবে। বড় চাকরি পেতে পারেন। বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। তেমনই আর্থিক জটিলতা কাটবে। ঋণ থেকে মুক্তি মিলবে।

You might also like!