কলকাতা, ১৬ ডিসেম্বর : শীতের পরশ গায়ে মেখে সোমবারও ঘুম ভাঙল মহানগরীর। কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাতেও জমজমাট শীতের আমেজ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে সোমবারও কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে।
তবে, ফের মাথাচাড়া দিতে পারে তাপমাত্রার পারদ। ডিসেম্বরের মাঝে আবারও ঠান্ডা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা। তবে চলতি সপ্তাহে কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। কুয়াশার সম্ভাবনাও নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন থেকে চার দিন ঠান্ডা কম থাকবে।