Game

10 months ago

East Bengal:ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের শক্তিশালী দল মুম্বই সিটির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল

East Bengal
East Bengal

 

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: ইন্ডিয়ান সুপার লিগের শক্তিশালী দল মুম্বই সিটি এফসির সঙ্গে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। সুপার কাপ জয়ের পর আইএসএলে খেলতে নেমে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরেছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে এই দলটার কাছেই জিতেছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ম্যাচ হওয়ায় কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গল কোচ। তবে রয়েছে কিছুটা অস্বস্তিও। এদিন খেলতে পারছেন না দলের অধিনায়ক ক্যাপ্টেন ক্লেটন সিলভা। কারণ নর্থ ইস্ট ইউনাইটেড-এর বিরুদ্ধে তিনি হলুদ কার্ড দেখেছেন। স্বস্তি, কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে খেলছেন অভিজ্ঞ মিডিও সৌভিক চক্রবর্তী। তবে কার্লেস কুয়াদ্রাতের চিন্তা অন্য জায়গায়। আর তা হল দলের ডিফেন্স।গত কয়েকটা ম্যাচে দলের ডিফেন্স ভালো পারফর্মই করছিল। কিন্তু গত নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে ডিফেন্সের খারাপ পারফরমেন্সের জন্য হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। কুয়াদ্রাত বলছেন, ‘মুম্বই সিটি এফসি ভালো দল। আমরা সেই মতো পরিকল্পনা করে এগোচ্ছি। রক্ষণ নিয়ে আরও সচেষ্ট হতে হবে আমাদের।’


You might also like!