Game

2 years ago

Sikandar Raja: অবসরের আগে আইপিএল খেলতে চান ক্রিকেটার সিকান্দার রাজা

Cricketer Sikandar Raja wants to play IPL before retirement
Cricketer Sikandar Raja wants to play IPL before retirement

 

হারারে, ২৪ ডিসেম্বর : জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ নিলামে পঞ্জাব কিংস কেনার বিষয়ে তার আনন্দ প্রকাশ করে বলেন, অবসর নেওয়ার আগে লিগে খেলা তার লক্ষ ছিল।

রাজা পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) সহ সারা বিশ্বের বেশ কয়েকটি লিগে খেলেছেন। এখন তিনি সবচেয়ে হাই প্রোফাইল লিগ আইপিএলের অংশ হবেন। রাজা বলেন, ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে আমি আইপিএল খেলতে পারব এটা আমার চিন্তার অংশ। ঈশ্বরকে ধন্যবাদ এটা ঘটেছে। আমি খুশি এবং উত্তেজিত। আমি যে কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ভাল থাকতাম কিন্তু পঞ্জাবের সঙ্গে যুক্ত থাকাটা আরও ভাল।

You might also like!