Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Game

2 years ago

Ranji Trophy: ঝাড়খণ্ডকে ৯ উইকেট হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা

Bengal in the semifinals of the Ranji Trophy
Bengal in the semifinals of the Ranji Trophy

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারি  : রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। বিরাট সিংয়ের ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠল বাংলা। শেষ রঞ্জিতে ট্রফির লড়াইয়ে নামতে আর একটা জয় চাই মনোজের। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ব্যাটে-বলে দাপট দেখাল বাংলা। সেমির টিকিটের জন্য চতুর্থ দিন তাড়াতাড়ি ঝাড়খণ্ডের ৩টি উইকেট তুলে নিতে হত বাংলাকে। তারপর ছিল রান তাড়া করার পালা। সবটাই গিয়েছে বাংলার পক্ষে। চতুর্থ দিনের শুরুতেই উইকেট পান মুকেশ কুমার। শাহবাজ নাদিম ফেরেন ৬ রানে। বাকি ২টি উইকেটও সহজেই তুলে নেয় বাংলা।

চতুর্থ দিনের শুরুতে শাহবাজ নাদিম যখন আউট হন, তখন ঝাড়খণ্ডের স্কোর ছিল ১৬৪। যা দেখে মনে হয়েছিল খুব শীঘ্রই শেষ হবে ঝাড়খণ্ডের ইনিংস। আদতে তা হয়নি। সুপ্রিয় চক্রবর্তী ও রাহুল শুক্লার জুটিতে ঝাড়খণ্ড তোলে ৫৬ রান। অবশেষে ২২১ রানেই শেষ হয় ঝাড়খণ্ডের দ্বিতীয় ইনিংস। শেষ অবধি ৪১ রানে অপরাজিত ছিলেন সুপ্রিয়। ৬৬ রানের লিড নিয়েছিল বিরাটের দল। ফলে কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিততে হলে বাংলাকে তুলতে হত ৬৭ রান।

সেমির টিকিট পাওয়ার জন্য রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারে ওপেনার কাজি জুনেইদ সইফির উইকেট হারায় বাংলা। মনোজের দলের ২১ রানের মাথায় প্রথম সাফল্য পায় ঝাড়খণ্ড। কিন্তু বাংলার জয় ছিল কার্যত সময়ের অপেক্ষা। আর হলও তাই। ব্যক্তিগত ৪ রানে কাজি ফেরার পর, বাংলাকে জেতানোর কাজটা জুটি বেঁধে করে যান অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ কুমার ঘরামি। এই জুটিই ১২.৪ ওভারের মাথায় টার্গেট পূরণ করে ফেলে। অভিমন্যু ২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অন্যদিকে সুদীপ ঘরামি ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৯ উইকেটে ঝাড়খণ্ডকে হারিয়ে প্রথম সেমিফাইনালিস্ট হল মন্ত্রীমশাইয়ের বাংলা। এ বার দেখার বাংলার সঙ্গে এ বারের রঞ্জি ট্রফির শেষ চারের লড়াইয়ে সাক্ষাৎ হয় কোন দলের। আজ, ৩ ফেব্রুয়ারি সিএবির প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনে ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে টানা তৃতীয় বারের জন্য রঞ্জি ট্রফির সেমিফাইনালে গেল বাংলা।

You might also like!