মুম্বই, ১৭ নভেম্বর : আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মা বনাম প্যাট কামিন্সের লড়াই দেখার জন্য আমন্ত্রণ জানানো হল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টোনি অ্যালবানিজকে।
ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে আজ পাঠিয়ে দেওয়া হয়েছে আমন্ত্রণপত্র। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লসকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে এই বছরের মার্চে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখতে আহমেদাবাদের এই মাঠে এসেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ। সঙ্গে ছিলেন মোদিও। এই দিন আবারও দুই প্রধানমন্ত্রীকে একসঙ্গে দেখা যেতে পারে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
এছাড়াও ফাইনালে উপস্থিত থাকার কথা আট রাজ্যের মুখ্যমন্ত্রীও। আর উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে। এছাড়া ফাইনাল দেখতে আমন্ত্রণপত্র পেয়েছেন দেশের দুই প্রাক্তন বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি ও সচীন তেণ্ডুলকর।