4 months ago
Lokenath Puja Date 2024: জ্যৈষ্ঠে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো কবে? জানুন দিনক্ষণ ও মুহূর্ত
Baba Loknath Brahmachari (File Picture)
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জ্যৈষ্ঠ মাসেই আবির্ভাব ঘটেছিল মহাপুরুষ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর। জ্যৈষ্ঠ মাসে লোকনাথ ব্রহ্মচারী পুজোঅর্চনায় মেতে ওঠেন তাঁর ভক্তরা। লোকনাথবাবার তিরোধান দিবসে তাঁর পুজো অর্চনা করা হয় তাঁর মন্দির এবং ভক্তদের বাড়িতে। এ বছর লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ১৯ জ্যৈষ্ঠ পড়েছে ইংরেজি ক্যালেন্ডারের ২ জুন। সেদিন পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত সকাল ৬.৪৩ মিনিটে এবং তার পর সকাল ৯.২৫ মিনিটে। পুনরায় দুপুর ১২.০৬ মিনিটে এবং ২.৪৭-এ পুজোর জন্য শুভ সময় রয়েছে।