Country

5 hours ago

Air quality worsens in Delhi: মারাত্মক বায়ুদূষণ দিল্লিতে, একিউআই ৫০০ ছুঁইছুঁই

Delhi Pollution
Delhi Pollution

 

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : রাজধানী দিল্লি রবিবারও বায়ুদূষণের কবলে, আগের দিনের তুলনায় রবিবাসরীয় সকালে দিল্লিতে দূষণের পরিমান অনেকটাই বেড়েছে। অনেক স্থানেই বাতাসের গুণগতমানের সূচক ছিল ৪০০ ঊর্ধ্বে। ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম মন্দির, আইটিও এলাকা রবিবার সকালে মারাত্মক দূষণের কবলে ছিল।

দিল্লির গাজীপুর এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৪৯৭, কনৌট প্লেসে বাতাসের গুণগতমান ছিল ৪৮৩, ইন্ডিয়া গেট এলাকায় ৪৮৩। রাজধানীতে ভয়াবহ রূপ নিয়েছে বায়ু দূষণ। রবিবার সকালে দিল্লিজুড়ে ছিল বিষাক্ত ধুলোর চাদর। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড-এর তথ্য অনুযায়ী, দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছেছে ৪০০-র ঊর্ধ্বে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিস্থিতির অবনতি হওয়ায়, কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দিল্লি-এনসিআর অঞ্চলে গ্র্যাপ-এর চতুর্থ স্তর কার্যকর করেছে।

You might also like!