Festival and celebrations

1 year ago

Red Road Carnival 2023 : রেডরোড কার্নিভ্যালের রাতেও থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

Kolkata Metro Service in Puja  (File Picture)
Kolkata Metro Service in Puja (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর শুরু হয় মহালয়ার দিন থেকেই আর তার সমাপ্তি সূচিত হয় রেড রোডের দুর্গাপুজো কার্নিভ্যাল দিয়ে। পুজোর রেশ বজায় রাখতে অ দর্শনার্থীদের সুবিধার্থে পুজোর পাঁচদিনের মতোই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ জড়ো হয় রেড রোডে। বিসর্জনের উৎসব দেখতে। কিন্তু তাঁরা ফিরবেন কীভাবে, তা নিয়ে চিন্তায় থাকেন দর্শনার্থীরা। এবার তাঁদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে কলকাতা মেট্রো। 

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি বছরের পুজো কার্নিভ্যালের দিন অর্থাৎ ২৭ তারিখ, শুক্রবার অতিরিক্ত মেট্রো ছুটবে। ২৩৪টির পরিবর্তে ওই দিন চলবে ২৫২ মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে। জেনে নিন, দুই প্রান্ত থেকে কখন ছাড়বে শেষ মেট্রো?

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। অন্যান্য দিন এই মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে মেট্রো মিলবে রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ১১টা ১০ মিনিটে ছাড়বে। আর কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।

You might also like!