Festival and celebrations

1 year ago

Sevakeswari Kali Puja: বলি প্রথা বন্ধ হয়ে গেল সেবকেশ্বরী কালীর পুজোয়

Sevakeswari Kali Puja (Collected)
Sevakeswari Kali Puja (Collected)

 

শিলিগুড়ি, ৮ নভেম্বর  : শিলিগুড়ির সেবকেশ্বরী কালীর পুজোয় এবছর থেকেই বন্ধ হচ্ছে বলিপ্রথা। ভক্তদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে সেবক কালী মন্দির কমিটি।

মন্দির কমিটির সহ সভাপতি স্নেহাশিস রায় বলেন, ‘আদালতের নির্দেশের পর বলিপ্রথা বন্ধের জন্য বারবার প্রশাসনের তরফে বলা হচ্ছিল। কিন্তু মানসিকভাবে অনেকেই তা মেনে নিতে পারছিলেন না। তবে সকলের সঙ্গে আলোচনার পর বলিপ্রথা বন্ধের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি।’ পরিবর্তে বিভিন্ন ধরনের সবজি এবং ফল বলি হবে বলে জানান মন্দিরের পুরোহিত স্বপন ভাদুড়ি।

মন্দির কমিটির এক সদস্য জানান, পশুবলি বন্ধ করার জন্য আদালত নির্দেশ দেওয়ার পরেও দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন বলির জন্য। ফলে দিন-দিন পশুবলির সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। তবে এবছর থেকে যে আর বলি দেওয়া যাবে না, ফোন করে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। বলি বন্ধের নির্দেশিকা মন্দিরের চত্বরে লাগিয়ে দেওয়া হয়েছে।

মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর দিন এবং পরের দিন মিলিয়ে ৩৫ থেকে ৪০টি পাঁঠা বলি হত। বছরের বাকি দিনগুলি মিলিয়ে সংখ্যাটা দেড়শোর কাছাকাছি। কালীপুজো ছাড়াও অমাবস্যা, পূর্ণিমার পাশাপাশি শনি ও মঙ্গলবার এখানে বলি হত। তবে বলি বন্ধ হলেও মায়ের নামে পাঁঠা বা অন্য পশু উত্সর্গ করা যাবে বলে জানান মন্দির কমিটির সহ সভাপতি।

You might also like!