কলকাতা, ২০ অক্টোবর : শারদোৎসবের সূচনা হয়ে গিয়েছে বেলুড় মঠে। শুক্রবার মহাষষ্ঠীতে রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ, ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা হয় বেলুড় মঠে। এদিন রীতি মেনেই ষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠান হয়। সন্ধেয় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হবে। সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন বেলুড় মঠের দেবী দর্শনে।
মহাষষ্ঠীর পুণ্য লগ্নে ভোরবেলায় বেলুড় মঠে শুরু হয় নারায়ণ পুজো এবং ষষ্ঠীর কল্পারম্ভ। ভোরবেলায় গঙ্গাজলে দেবীর ঘট ধুয়ে তা স্থাপন করা হয়। দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হবে সন্ধ্যাবেলায়। মহাষষ্ঠীর পুজো দেখতে বেলুড় মঠে ভিড় জমিয়েছেন অগণিত ভক্তরা।