Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 :মহিষাদল রাজবাড়ি, পুজোকে ঘিরে রয়েছে নানা রূপকথার গল্প

Durga Puja 2023
Durga Puja 2023

 

পূর্ব মেদিনীপুর  : পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি রাজবাড়ি বা বনেদি বাড়ির পুজো রয়েছে। প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা ঐতিহাসিক প্রেক্ষাপট। সেরকমই একটি পুজো হল মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো।

প্রায় ২৪৮ বছরে পদার্পণ মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। তৎকালীন রানি জানকী এই পুজোর প্রবর্তন করেছিলেন। ইতিহাস বিজড়িত পুজোকে ঘিরে রয়েছে নানান রূপকথার গল্প। রাজবাড়ির কুলদেবতা যেহেতু মদন গোপাল জিউ। তাই বৈষ্ণব মতে হয় দুর্গাপুজো।

আগে সন্ধিপুজোর সময় কামান দেগে এলাকার মানুষজনদের জানান দেওয়া হতো রাজবাড়ির সন্ধিপুজো শুরু হতে চলেছে। এক বছর কামান দাগতে গিয়ে দুর্ঘটনা ঘটে। তারপর থেকে সরকার বাহাদুর কামান দাগা বন্ধ করে। সেই থেকে কামান দাগা বন্ধ।

সপ্তমীর দিন ৭ মন, অষ্টমীর দিন ৮ মন, নবমীতে ৯ মন চালের ভোগ চালের ভোগ তৈরি করা হত। তবে বর্তমানে প্রতিদিন তা হয় না। তবে ঠাকুর ভোগের খাওয়া দাওয়া জাঁকজমক রীতি মেনে চলে। ৮ চালায় ঠাকুর টানা টানা চোখ যা অন্যান্য চেয়ে ভিন্ন। দশমীতে প্রথা মেনে হয় বিসর্জন। চোখের জলে অনেকে বুঝি প্রার্থনা করেন, আবার এসো মা! অপেক্ষায় থাকলাম।

You might also like!