দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। এই সময়ই মা উমা তার ছেলেমেয়েদের নিয়ে চার দিন থাকেন মর্ত্যলোকে। তবে এবার চার দিন তিন দিন থাকবেন মা উমা। মহাষ্টমী ও মহানবমী একই দিনে হওয়ায় নানা সময় সীমার পরিবর্তন হয়েছে।
বেলুড় মঠে যে কোনও পুজো ও আচার অনুষ্ঠান হয় বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে। তাই আশেপাশের অন্যান্য সর্বজনীন পুজোর থেকে বেলুড় মঠের পুজোর নির্ঘণ্ট একটু আলাদা। ১৯০১ সালে প্রথমবার মায়ের পুজো হয় বেলুড়ে। তারপর কয়েক বছর প্রতিমা পুজো হয়নি। স্বামী বিবেকানন্দ নিজেই প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন।
এবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, যথাক্রমে ১০, ১১, ১২ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বেলুড় মঠে মা দুর্গার পুজো হবে। প্রতিবারের মতো এবারও ইউটিউব চ্যানেলেপুজোর লাইভ স্ট্রিম করা হবে । ৮ অক্টোবর , মঙ্গলবার বোধন হবে সন্ধে সাড়ে ৬ টায়। বুধবার ৯ অক্টোবর কল্পারম্ভ হবে সকাল সাড়ে ৬ টায়।
এ আমন্ত্রণ এবং অধিবাস হবে সন্ধে সাড়ে ৬ টায়।এরপর ১০ অক্টোবর , বৃহস্পতিবার সপ্তমী । পুজো শুরু হবে বিকেল সাড়ে ৫ টায়। ১১ অক্টোবর শুক্রবার মহাষ্টমী । এদিন পুজো শুরু হবে সকাল সাড়ে ৫ টায়। এরপর কুমারী পুজো হবে। পূজা সকাল ৯ টায় হবে কুমারী পুজো। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো । সকাল ১১ টা ৪৩ থেকে থেকে দুপুর ১২ টা ৩১ পর্যন্ত হবে কুমারী পুজো। শনিবার ১২ অক্টোবর মহানবমী। এদিন পুজো শুরু হবে সকাল সাড়ে ৫ টায়। মহানবমীর হোম শুরু হবে সকাল ৯ টা ৪৫ এ। ১৩ অক্টোবর রবিবার দশমী । পুজো শুরু হবে সকাল সাড়ে ৬ টায়। বিসর্জন সন্ধে ৬ টা ৪৫ এ। প্রতিদিনই সন্ধ্যার আরতি হবে ঠাকুর রামকৃষ্ণদেবের আরতির পর , সান্ধ্যকালে।