Jharkhand

1 week ago

Champai Soren: অনুপ্রবেশকারীদের থেকে সিধো-কানহো ও সাঁওতালদের ভূমি বাঁচাতে হবে : চম্পই সোরেন

Champai Soren
Champai Soren

 

রাঁচি, ১৩ নভেম্বর : ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা চম্পই সোরেন। বুধবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচেনর প্রথম দফার ভোটের দিন চম্পই সোরেন বলেছেন, "আমাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে সিধো-কানহো এবং সাঁওতালদের ভূমি বাঁচাতে হবে। ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করবে, তাতে কোনও সন্দেহ নেই, আমাদের সামনে কিছু প্রধান বিষয় হল, বাংলাদেশি অনুপ্রবেশ, বেকারত্ব এবং সেচ। "

ঝাড়খণ্ডের সরাইকেলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন বলেছেন, "প্রত্যেকের নিজের পছন্দ অনুযায়ী ভোট দেওয়া অধিকার। আমরা অনুপ্রবেশকারী এবং জমি দখলের ইস্যু তুলেছি এবং আমি এই ইস্যুটি উত্থাপন করতে থাকব। মাইয়া সম্মান যোজনার মতো স্কিমগুলি মানুষের জন্য খুব একটা উপকারী নয়। গত সাড়ে ৪ বছর ধরে সরকার সঠিকভাবে কাজ না করায় কয়লা, বালি এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে দুর্নীতি একটি সমস্যা।"

You might also like!