দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর তিন দিন বেশ ঝকঝকে আকাশ থাকায় উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি। তবে নবমী থেকে বাঙালির পুজোযাপনে ছেদ পড়তে পারে। বৃষ্টিতে ভিজতে পারে সারা রাজ্য। আপাতত নবমীতে কলকাতা-সহ রাজ্যের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল শনিবার রাতে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার বিকাল নাগাদ সেটি আরও ঘনীভূত হবে। আগামী ২৪ ঘণ্টায় সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেও মনে করছেন আবহবিদরা।
বর্তমানে সেই নিম্নচাপ ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে, দিঘা থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। তবে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহবিদদের ধারণা। তার পর সেটি উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে। সেই প্রভাব তিন দিন বজায় থাকবে। আর এই নিম্নচাপের জেরেই সোমবার থেকে হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে কলকাতা-সহ পাঁচ জেলায়।
নবমীতে কলকাতা ছাড়া আর যে জেলাগুলি বৃষ্টিতে ভিজতে পারে, সেগুলি হল— দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া। ওই দিন দক্ষিণবঙ্গের বাকি জেলা শুকনোই থাকবে। ২৪ এবং ২৫ অক্টোবর (দশমী এবং একাদশীর দিন) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলা। আকাশের মুখ ভার থাকবে দ্বাদশীতেও। দ্বাদশীর দিনও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হতে পারে।