দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারা বছর দীপাবলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। আলোর রোশনাইয়ে ভরে যায় চারিদিক। ধনতেরস থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত টানা পাঁচদিন ধরে চলে এই উৎসব। সবার মন ম্লান করে চলে যান মা দুর্গা তারপরেই মা কালির আগমনে ফুলঝুরি জ্বলে চারিদিকে। হাজার বাতির রোশনাইয়ে ভরে যায় চারিপাশ।রামায়ণ অনুযায়ী বিজয়া দশমীর দিনে রাবণ বধ করে এই দীপাবলির রাতেই অযোধ্যা ফিরেছিলেন রাম, সীতা ও লক্ষণ। তাঁদের স্বাগত জানাতেই প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা নগরি।
সেই থেকেই চলছে প্রদীপ জ্বালানোর প্রথা। এ ছাড়া দীপাবলিতে প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী এবং জ্ঞানের দেবতা গণেশ ঘরে ঘরে প্রবেশ করেন বলেই বিশ্বাস সকলের। আসলে দীপাবলির অর্থ হল মনের অন্ধকার ও জীবনের অন্ধকারকে দূর করে আলোর জয়গান। ধন তেরস বা ধন ত্রয়োদশীর দিনে কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এই দিন ধাতু কেনার প্রচলন রয়েছে।
ভূত চতুর্দশীর দিন নরকের দরজা খুলে যায় ও অতৃপ্ত আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে বলে মনে করা হয়। ঘরে ঘরে এদিন ১৪ শাক খাওয়া ও ১৪ প্রদীপ জ্বালান হয় কালী পুজো। আদ্যাশক্তি মহাকালীর আরাধনা করা কার্তিক অমাবস্যার রাতে।
দীপাবলি ২০২৩ তারিখ ও সময়
এই বছর ধনতেরস ও ভূত চতুর্দশী পড়েছে ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার।
২০২৩-এ কালীপুজো পড়েছে ১১ লভেম্বর শনিবার।
দীপাবলি পড়েছে -১২ নভেম্বর রবিবার
গোবর্ধন পুজো- ১৩ নভেম্বর সোমবার
এবছর ভাই ফোঁটা পড়েছে ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার।