দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির কাছে বড় উৎসব হল দুর্গাপুজো।
এই দুর্গাপুজোতে যেমন একদিকে মানুষ খুশির আমেজে মেতে ওঠে, তেমনি কেউ কেউ এই দুর্গাপুজোকে
নিজের রুটি-রুজির মাধ্যম হিসেবে মনে করে। আর এই পুজোতে এক রুটি-রুজি জোয়ার করা এক খুচকাওয়ালাকেই
পড়তে হল ক্ষতির মুখে।
দক্ষিণ কলকাতার সিংহী পার্কের পুজোয়। পঞ্চমীর রাতে ঘটা একটি
ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা
যায় জনৈক ফুচকা বিক্রেতার ডালা রাস্তায় ফেলে দিচ্ছেন কমিটির এক সদস্য। মুহূর্তেই
নেটিজেনদের তিরষ্কারের মুখে পড়ে এই পুজো কমিটি।
কমিটির সদস্য ভাস্কর নন্দী
জানিয়েছেন, 'গতকাল এক ফুচকা বিক্রেতা আমাদের পুজো মণ্ডপের প্রবেশপথের সামনে ফুচকা
বিক্রি করছিলেন। যেহেতু তিনি একটি কোম্পানির ব্র্যান্ডিং-এর সামনে ডালাটি রেখেছিলেন
তাই তাঁকে দুপুরেই সরে যেতে বলা হয়। কিন্তু তিনি রাজি হননি। সন্ধ্যায় ভিড় বাড়লে
কমিটির সদস্যরা যখন তাঁকে সরে যাওয়ার জন্য কথা বলছিলেন তখন এক সদস্যের হাত লেগে ফুচকার
ডালা মাটিতে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় তাঁর বিক্রির সামগ্রী। ঘটনার কথা জানতে পারার
পরেই সেই সদস্যকে বহিষ্কারের পাশাপাশি ওই ফুচকা বিক্রেতাকে ৩৬০০ টাকা সিংহী পার্কের
তরফে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে।'