দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংবাদিক বৈঠকে সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার লিখিত বিবৃতিতে জানান, এ বছর সে দেশে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে দুর্গাপুজো হবে। গত বছরে এই সংখ্যাটি ছিল ৩২ হাজার ১৬৮টি। ঢাকায় পুজোমণ্ডপ ৩টি বেড়ে হয়েছে ২৪৫টি।
কিন্তু একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগের গত বারের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি— জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু আইন প্রণয়ন-সহ ১০ দফা দাবি জানাচ্ছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এর মধ্যে রয়েছে, দুর্গাপুজোয় ৩ দিনের সরকারি ছুটির দাবি। বস্তুত এই দাবিগুলি নিয়ে ভোটের আগে সরব হয়েছে সংখ্যালঘু অধিকার রক্ষা সংগঠনগুলিও। এ দিকে, সংখ্যালঘুদের বিক্ষোভ মিছিলের উপরে তিন দিন আগে হামলা চালিয়েছে শাসক দলের যুব ও ছাত্র শাখার কর্মীরা, যা নিয়ে যথেষ্ট ক্ষোভ জমা হয়েছে সংখ্যালঘুদের মধ্যে।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের দাবি, পুজোমণ্ডপের সংখ্যা বৃদ্ধি প্রমাণ— সংখ্যালঘুরা এই আমলে নিরাপদে ধর্মাচরণ করতে পারছেন এবং সরকারের প্রতি তাঁদের ভরসা অটুট। কিন্তু পুজো উদযাপন পরিষদের এক কর্তার অভিযোগ— সমাজে সাম্প্রদায়িকতা যে ভাবে বেড়েছে, তা আগে কখনও বাংলাদেশে দেখা যায়নি।