দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবাসে থাকা ভিন্ন ভিন্ন মানুষ আসেন দাদাগিরির প্রতিযোগী হয়ে। এবং তাঁরা এই মঞ্চে এসে ভাগ করে নেন নিজেদের জীবনে ঘটে যাওয়া নানান রোমহর্ষক কাহিনী। সদ্যই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের তেমনই এক প্রোমো।
দাদাগিরির মঞ্চে এসেছিলেন পল্লবী ঘোষ। ইনি একজন সমাজসেবিকা। তিনি মূলত নারী এবং শিশু পাচার আটকান বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। তিনি এই মঞ্চে এসে জানান বাংলার প্রতিটা গ্রাম থেকে নারী পাচার চলছে। যা শুনে শিহরিত হন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তারপর জানা যায় তিনি এখনও পর্যন্ত দশ হাজারেরও বেশি মেয়েকে বাঁচিয়েছেন পাচার হওয়ার হাত থেকে। তাঁর কাজে মুগ্ধ হয়ে যান সৌরভ। বলেন, 'অনবদ্য ম্যাম।'