Entertainment

1 year ago

Goutam Haldar : গৌতম হালদারের শেষকৃত্যে কলকাতায় আসছেন বিদ্যা

Goutam Haldar - Bidya Balan
Goutam Haldar - Bidya Balan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিশিষ্ট চিত্রপরিচালক তথা নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর।  

২০০৩ সালে মুক্তি পায় গৌতম হালদারের পরিচালিত ছবি 'ভালো থেকো'। এটিই বলিউড অভিনেত্রী বিদ্যা বালনের ডেবিউ ছবি। ২০১৯ সালে মুক্তি পায় প্রয়াত পরিচালকের ছবি 'নির্বাণ'। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় দেখা যায় বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার। আমজাদ আলি খানকে নিয়ে তথ্যচিত্র পরিচালনা করেছিলেন গৌতম হালদার। এছাড়াও তাঁর বহু কাজ প্রশংসিত হয়েছে।  চলচ্চিত্র পরিচালনা ছাড়াও নাট্যজগতের সঙ্গে যুক্ত ছিলেন গৌতম হালদার।  তিনি প্রায় ৮০টি নাটকের নির্দেশক ছিলেন দীর্ঘ কেরিয়ারে। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের 'রক্তকরবী' নাটকটির নির্দেশনা দেন। 

সম্প্রতি দুর্গাপুজো ও কাজের প্রচার উপলক্ষে কলকাতায় এসেছিলেন বিদ্যা বালন। শুক্রবার প্রথম ছবির পরিচালকের মৃত্যু সংবাদ পেতেই আবেগপ্রবণ হয়ে পড়েন বিদ্যা। গৌতম হালদারকে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতায় আসছেন বলিউড অভিনেত্রী।  প্রসঙ্গত, চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা 'জন্মদিন' গল্পটি অবলম্বনে তৈরি হয়েছিল গৌতম হালদারের 'ভালো থেকো'। ছবিতে আনন্দীর চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। এছাড়াও ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো শিল্পীরা ছিলেন এই ছবিতে। 

You might also like!